সিলেটে ব্যাটারি চালিত রিক্সার রোড পারমিট প্রদানসহ ৬ দফা দাবীতে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি আলিয়া মাদরাসার মাঠ থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে মিছিল সহকারে সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
মিছিল ও সমাবেশ বক্তব্য রাখেন সংগঠনের মহানগর শাখার উপদেষ্টা আনোয়ার হোসেন আনাই, সহ সভাপতি দেলোয়ার হোসেন, আব্দুর রহমান কাঞ্চন, আব্দুল জলিল, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, অফিস সম্পাদক আবুল কাশেম, শাহী ঈদগাহ শাখার সভাপতি আলমগীর হোসেন সালমান, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, ৩২নং ওয়ার্ড শাখার সভাপতি আজমল হোসেন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ২২নং ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, ১৮নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, ৩৪নং ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ৬নং ওয়ার্ড সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, ৭নং ওয়ার্ড সভাপতি আক্কাস আলী, সাধারণ সম্পাদক খালেদ নুর, ৮নং ওয়ার্ড সভাপতি হারিছ আলী, সাধারণ সম্পাদক বিরাই মিয়া, ৯নং ওয়ার্ড সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আজিবর, ১০নং ওয়ার্ড সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক ছাদেক আলী প্রমুখ। এছাড়াও মিছিল ও শ্রমিক সমাবেশে মহানগরীর কয়েক হাজার শ্রমিক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার। তিনি স্মারকলিপি গ্রহণ করে শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের বিষয়টি জেলা প্রশাসকের সাথে আলোচনাক্রমে সমাধান করা হবে।
ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বৈধভাবে চলাচলের দাবীতে স্মারকলিপিতে ৬ দফা দাবী পেশকরা হয়। দাবীগুলো হচ্ছে- অবিলম্বে রোড পারমিট দিতে হবে। রিক্সা ধরা বন্ধ করতে হবে। রেকার বিল ৫০০/- টাকা করত হবে। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্র্যন্ত ব্যাটারি চালিত রিক্সা ধরা বন্ধ করতে হবে। হঠাৎ করে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ না করে কমপক্ষে ৬ মাসের সময় দিতে হবে। ভিআইপি রোড বাদ দিয়ে নগরীর অন্যান্য রোডে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
মালিক-শ্রমিকদের পরিবার পরিজনদের কথা বিবেচনা করে ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক চলাচলের অনুমতি প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবী জানান মালিক শ্রমিক নেতৃবৃন্দ।