বাংলাদেশে বিশেষ করে বর্তমানে সিলেটের সেরা আলোচিত জনপ্রিয় এক নাম র্যাব -এর ম্যাজিষ্ট্রেট সারওয়ার আলম। বর্তমানে তিনি সিলেটের ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন।
একসময় ভেজালের যম হিসেবে পরিচিত ছিলেন আজকের সিলেটের ডিসি সারওয়ার আলম। নতুন করে বলার কিছু তাঁর সম্বন্ধে দেশবাসী সকলেই অবগত আছেন।
তিনি একজন সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি এ সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই।
শুধু এটুকুই বলব, সারওয়ার আলম এর মতো এমন ৬৪ জন ডিসি যদি ৬৪ জেলায় থাকতো তাহলে দেশের চিত্র পাল্টাতে খুব বেশি সময় লাগতো না। কিন্তু আমাদের দেশ - জাতির দূর্ভাগ্য যে, এই সারওয়ার আলমদের কে এগিয়ে যেতে দেওয়া হয় না শুধুই রাজনৈতিক দৈন্যদশা ও দুর্নীতির কারণে।
সারাদেশে সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনে বহু কর্মট, সৎ- ভালো চরিত্রের মানুষ আছেন কিন্তু তাদেরকে কাজের সুযোগ দেওয়া হয়না। সেজন্য আমাদের সমাজ, রাষ্ট্র, ব্যক্তির ভাগ্যও বদলায় না।।