1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

সিলেট নগরীতে হঠাৎ ছাত্রলীগের ঝটিকা মিছিল!

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

সিলেট শহরে শুক্রবার সকালে নিষিদ্ধঘোষিত

ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল

স্টাফ রিপোর্ট: সিলেটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছেন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা। সিলেট জেলা ছাত্রলীগের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলের একটি ভিডিও বিভিন্ন ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (৭নভেম্বর) সকালে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া মাত্র দু–তিনজন ছাড়া অধিকাংশ নেতা–কর্মীর মুখে কালো মাস্ক ও মাথায় হেলমেট ছিলো।

মিছিলে অংশগ্রহণকারীদের নেতৃত্ব দিতে দেখা গেছে সিলেট এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দেলওয়ার হোসেন (রাহি) ও যুগ্ম সাধারণ সম্পাদক টেলেন্ট কান্তি দাশকে।

ভিডিওটিতে দেখা গেছে, সিলেট জেলা ছাত্রলীগের ব্যানারে ‘হটাও ইউনূস বাঁচাও দেশ’ লেখা ছিলো। মিছিলে ১৫-২০ জন নেতা–কর্মীকে অংশ নিতে দেখা গেছে।

এ সময় নেতা–কর্মীরা ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এমন স্লোগান দিতে শোনা যায়।

এদিকে শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে মিছিলের একটি ভিডিও পোস্ট করে দেলওয়ার হোসেন লিখেছেন, অনেক দিন পর আবারও সিলেটের রাজপথে।

একই ভিডিওতে ছাত্রলীগ নেতা টেলেন্ট কান্তি দাশ ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকেও নগরীতে ছাত্রলীগের মিছিলের আপলোড করেছেন।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিওটি মহানগর পুলিশের নজরে এসেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূ ত্র : দৈ নি ক প্র থ ম আ লো-

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট