সিলেট বিভাগকে স্বায়ত্বশাসন ও আগামী জাতীয় নির্বাচনের দিন সিলেট বিভাগে গণভোটের দাবীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর বরাবরে স্মারকলিপি প্রদান করেছে সিলেট বিভাগের ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের মিশন প্রধান সাইদ মোস্তফার হাতে এ স্মারকলিপি তুলে দেন সিলটি পাঞ্চায়িতের কেন্দ্রীয় সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী নাসির উদ্দিন আহমদ চৌধুরী।
স্মারকলিপিতে বলা হয়- ঐতিহাসিক গণভোটের মাধ্যমেই সিলেট বিভাগ তৎকালীন পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়েছিল। সিলেট বিভাগের মানুষের মুখের ভাষা বাংলা ভাষা থেকে স্বতন্ত্র-যার নাম সিলটি ভাষা। এই ভাষার রয়েছে নিজস্ব অক্ষর ও বর্ণমালা, যা বাংলা লিপি থেকে সম্পূর্ণ পৃথক এবং সিলটি নাগরী লিপি নামে পরিচিত। যুক্তরাজ্যের প্রশাসনিক কাঠামোর মতো- যেখানে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ড স্বায়ত্তশাসিতভাবে পরিচালিত হয়, তেমনি সিলেট বিভাগকেও স্বায়ত্তশাসিত পাঞ্চায়িত ব্যবস্থা হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়।
এ দাবির প্রেক্ষিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনেই সিলেট বিভাগের স্বায়ত্তশাসনের বিষয়ে গণভোট গ্রহণের আহ্বান জানানো হয়। এতে অতিরিক্ত সময় বা ব্যয় ছাড়াই জনগণের মতামত জানা সম্ভব হবে বলে উল্লেখ করা হয়। স্মারকলিপিতে জোর দিয়ে বলা হয়, সিলেটবাসীর আত্মপরিচয়, ভাষা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার স্বার্থে এই গণভোট আয়োজন সময়ের দাবি। বিগত ২০২২ সাল থেকে সিলটি পাঞ্চায়িত এ লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে।