বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আজ বৃহস্পতিবার বাদ জোহর হযরত শাহজালাল (রহঃ) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
গতকাল বুধবার গণমাধ্যমে প্রেরিত সিলেট মহানগর বিএনপির এক যুক্ত বিবৃতিতে মহানগর বিএনপির সকল কার্যনির্বাহী সদস্যবৃন্দ, ৬টি থানা বিএনপির নেতৃবৃন্দ, ৪২টি ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং মহানগর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে উক্ত দোয়া মাহফিলে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানে হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)’র রুহের মাগফেরাত, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামীর দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, মরহুম আরাফাত রহমান কোকো এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নিহতের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।-বিজ্ঞপ্তি