1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

সিলেট -১ আসনে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার প্রার্থী সঞ্জয় কান্ত দাস

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে
সিলেট -১ আসনে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার প্রার্থী সঞ্জয় কান্ত দাস

বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার শাখার বৈঠক গত ২ ডিসেম্বর ‘২৫ বিকাল ৪টায় রাজা ম্যানশনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাসদ ( মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা কমরেড মাসুদ রানা।

সভায় আরো উপস্থিত ছিলেন ‘চা শ্রমিক ঐক্য’ কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইক, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার সংগঠক নমিতা রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সুমিত কান্তি দাশ পিনাক, সাধারণ সম্পাদক বুশরা সুহেল প্রমুখ।

সভায় বিভিন্ন দিক পর্যালোচনা করে সিলেট -১ নির্বাচনী আসনে বাসদ (মার্কসবাদী) দলের প্রার্থী হিসেবে দলের জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস কে মনোনীত করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তিনি দলীয় ‘কাঁচি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দলগতভাবে বিগত ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে পাশাপাশি সিলেটর শিক্ষা,স্বাস্থ্য ও নাগরিক অধিকার আদায়, সিলেটের প্রাণ-প্রকৃতি রক্ষা এবং উন্নয়ন বৈষম্য রোধে বাসদ (মার্কসবাদী) ধারাবাহিক আন্দোলন পরিচালনা করেছে। সিলেটের চা শিল্প ও চা শ্রমিকদের অধিকার রক্ষায় ধারাবাহিক আন্দোলন গড়ে তুলেছে। শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের আধিকার আদায়ের লড়াইয়ের ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবে। এ সময় জাতীয় নির্বাচনকে কালোটাকা,পেশীশক্তি মুক্ত নির্বাচন এবং নির্বচানী জামানত ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ৫হাজার টাকা নির্ধারণের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সঞ্জয় কান্ত দাসকে কাঁচি প্রতীকে ভোট দিয়ে শোষণ-বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের সংগ্রামকে বেগবান করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট