
মহান বিজয় দিবস উপলক্ষে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ১৬ ডিসেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর ৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ছোট্ট শিশুদের নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে নগরীর কলবাখানী এলাকায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুরমা বয়েজ ক্লাবের সহ সভাপতি গোপাল বাহাদুরের সভাপতিত্বে ও সদস্য সুমন বাহাদুরের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, এডভোকেট সুহেল আহমদ, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, ছাদ উদ্দিন জাবেদ, মাসুক আহমদ, কয়েছ আহমদ দারা, রেজাউল করিম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বিজয় আমাদের গৌরব ও অহংকার। জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সামাজিক ও ক্রীড়া সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।