সুনির্মল সেন:
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির নিয়মিত মাসিক সভা সোমবার (৮ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উত্তরায় অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় কেন্দ্রীয় সভাপতি এ.কে.এম আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে -গত মাসের সার্বিক কার্যক্রম পর্যালোচনা ও বিভিন্ন কর্ম-পরিকল্পনার চিত্র সহ অগ্রগতি এবং আগামীর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি এ কে এম আজিজুল হক বলেন, 'গণমাধ্যমের পেশাগত মান ও নৈতিকতা রক্ষায় সংগঠনের ভূমিকার ওপর গুরুত্বারোপ তুলে ধরেন।'
তিনি আরো বলেন, 'একটি শক্তিশালী গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে, তাই সদস্যদের পেশাগত দক্ষতা ও দায়বদ্ধতা আরও বৃদ্ধি করতে হবে।'
সিনিয়র সহ-সভাপতি কালিমুল্লাহ ইকবাল বলেন, 'বর্তমান তথ্যপ্রযুক্তি যুগে গণমাধ্যম কর্মীদের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা জরুরি। সংগঠন সদস্যদের সার্বিক সহযোগিতায় সবসময় প্রস্তুত থাকবে।'
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান আন্তর্জাতিক অঙ্গনে গণমাধ্যমের পরিবর্তন ও উন্নয়ন নিয়ে আলোচনা করেন। 'তিনি সংগঠনের আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং বিশ্বমানের সাংবাদিকতা প্রশিক্ষণের বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন।'
সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক দিক ও বিষয়, সদস্য/ সদস্যাদের সমস্যাবলি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা শেষে পরবর্তী মাসিক সভার তারিখ নির্ধারণ করা হয়।