
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের ন্যায্য দাবি ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে ৪ ঘন্টার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বুধবার (৩ ডিসেম্বর) সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল প্রাঙ্গণের গোল চত্ত্বরে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়। এছাড়াও পূর্বঘোষিত নির্দেশনা অনুযায়ী দাবী না আদায় হলে আগামী ৪ ডিসেম্বর সারাদিন পূর্ণমাত্রায় শাটডাউনের ঘোষণা দেন তারা।
এম ঢ্যাব এর সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট এম আব্দুস সালাম এর পরিচালনায় কর্মবিরতি পালনকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বি.এম নাসির উদ্দিন, মো. সোলায়মান খান, মো. আলমগীর আলম, মো. আল-আমিন, ইসমাইল হোসেন, জহিরুল ইসলাম, আঃ রশিদ, সনজিত চন্দ্র হালদার, আল-আমিন উজ্জ্বল, আব্দুর রাজ্জাক রাজ, আলমগীর হোসেন, তাহের আহমদ, ওমর ফারুক, মাহবুবুল আলম সজল, গোলাম রাব্বী, এহসান উল্লাহ, গোলাম মোস্তফা, সুমন পাল, তারেক রহমান, রানা আহমেদ, তাওহিদুর রহমান, মাজেদুর রহমান, অপূর্ব রায়, ফারুক হোসেন, মো. আয়নাল হক, এইচ এম সুমন প্রমুখ। এছাড়াও কর্মবিরতি পালনকালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের কর্মকর্তারা রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রোগ নির্ণয়, ঔষধ ব্যবস্থাপনা সহ হাসপাতালের সর্বক্ষেত্রেই আমাদের গুরুত্ব অপরিসীম। ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশের সব ধরণের বৈষম্য দূর হয়ে আসছে। অথচ আজও আমরা বৈষম্যের শিকার। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের ন্যায্য দাবি ১০ম গ্রেড বাস্তবায়ন করা এখন সময়ের দাবি।
বক্তারা আরো বলেন, দীর্ঘদিন থেকে আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছি। অথচ আজও আমাদের দাবি মানা হয়নি। যদি আমাদের দাবি না আদায় হয় তাহলে আমরা আরো কঠোর থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। এরই ধারাবাহিতকতায় দাবি না মানা হলে ৪ ডিসেম্বর সারাদিন পূর্ণমাত্রায় শাটডাউন থাকবে।