ডেক্স :: সিলেট - ফেঞ্চুগঞ্জ সড়কে স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে সংঘটিত ডাকাতির ঘটনায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যে রিহাদ আহমদসহ তিন জনকে গ্রেফতার করেছে এসএমপির মোগলাবাজার থানা পুলিশ। গ্রেফতার রিহাদ আহমদ (৩৭) বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। গত সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি ৪২ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থীও ছিলেন। রিহাদ যুক্তরাজ্যপ্রবাসী বলেও জানা গেছে।
সোমবার রাত ৩ টার দিকে লালমাটিয়া–রয়েল সিটি আবাসিক এলাকা সংলগ্ন সড়কে ডাকাতরা দুটি গাড়ি দিয়ে ব্যারিকেড দিয়ে ষ্টেড ফাষ্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান থামিয়ে চালক ও হেলপারকে মারধর করে প্রায় ২০ লাক্ষ টাকার মালামাল লুটে নেয় এই চক্রটি। এসময় তাদের সাথে থাকা দুটি মোবাইল ফোনও ছিনিয়ে নেয় তারা।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ প্রথমে দক্ষিণ সুরমার পশ্চিমভাগ আবাসিক এলাকা থেকে সাকেল আহমদ (৩৩) কে গ্রেফতার করে। তার দেয়া তথ্যে মতে রাতেই অভিযান চালিয়ে —আক্তার হোসেন (৩৪) ও রিহাদ আহমদ— নামে তাদের আরো ২ সহযোগীকে গ্রেফতার করেতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রিহাদের বিভিন্ন বিএনপি নেতার সঙ্গে ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে পড়ে। তার ফেসবুক অ্যাকাউন্টেও বিএনপি সংশ্লিষ্ট বেশ কিছু ছবি ও পোস্ট পাওয়া যায়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল হাসান জানান, গ্রেফতার তিন জনই জনসম্মুখে ডাকাতির ঘটনার বিষয়টি স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মঙ্গলবার ভোরে রিহাদের সুলতানপুরস্থ বাড়ির বাউন্ডারির ভেতর কচুর ঝোপে লুকানো তিনটি সাদা প্লাস্টিকের বস্তা, দুটি কালো পলিথিনের বস্তা ও দুটি কার্টুনে থাকা ডাকাতির মালামাল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আসামিরা দীর্ঘদিন ধরে সিলেট মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ডা-কা-তি করে আসছিল।