বিয়ানীবাজার উপজেলার পূর্ব মুড়িয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ফ্রি খৎনা ক্যাম্প। শনিবার দিনব্যাপী পূর্ব মুড়িয়া এলাকার বড়উধায় অবস্থিত ‘উইয়ারার সুরমা হাসপাতাল’ প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
পূর্ব মুড়িয়া ওয়েলফেয়ার ট্রাস্ট, সিলেটের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দুই শতাধিক শিশু-কিশোরকে বিনামূল্যে খৎনা করা হয়। এসময় ক্যাম্পে অভিভাবকদের জন্যও চিকিৎসকদের পক্ষ থেকে স্বাস্থ্যবিষয়ক প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি আব্দুল বাছিতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বীর আহমদ।
সংগঠনের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ মাছুম ও যুগ্ম সম্পাদক জহুর আহমদ বাবরের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম সচিব এনায়েত উদ্দিন উদ্দিন, সংগঠনের উপদেষ্টা ডা. মো. মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন, পূর্ব মুড়িয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারেক আহমদ চৌধুরী, মাওলানা নিজাম উদ্দিন, সমাজসেবক আলিম উদ্দিন, শহীদ সাংবাদিক তুরাবের বড় ভাই মো. জাবুর, সারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, শিক্ষক আব্দুল মালিক, পূর্ব মুড়িয়া এলাকার বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্বের অন্যতম আবুল কালাম আজাদ, ও আব্দুল হামিদ, আব্দুল হালিম রানা, নূরুল হক, মাওলানা শামসুদ্দীন গণি, ইউপি সদস্য বদরুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা সালেহ আহমদ চিনু, ইশতিয়াক হোসাইন লোকমান, সহ সভাপতি আব্দুল ওয়াদুদু তাপাদার সুহেল ও দেলোয়ার আহমদ সহ আরো অনেকে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক বিলাল আহমেদ, সহ ধর্মবিষয়ক সম্পাদক হাফিজ রাকিবুর রহমান রাফি, অর্থ সম্পাদক আহসান হাবীব হাসান, সহ শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিবান চৌধুরী, স্বাস্থ্য ও সেবা বিষয়ক সম্পাদক শাহেদুর রহমান, সহ স্বাস্থ্য ও সেবা বিষয়ক সম্পাদক দেলোয়ার আহমদ চৌধুরী, সহ ক্রীড়া সম্পাদক ইমরান আহমদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাজেদ আহমদ ও সদস্য রিমন আহসান সহ আরো অনেকে।
আয়োজকরা জানান, সমাজের দরিদ্র ও অসহায় পরিবারের শিশু-কিশোরদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্দেশ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
অতিথিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সেবামূলক কার্যক্রম এলাকায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে বদ্ধপরিকর সংগঠনটি।