কোম্পানীগঞ্জ থানা বাজার পয়েন্টে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণ সমাবেশ/মিছিল ও লিফলেট বিতরণ।
শফিকুল ইসলাম | সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার থানা বাজার পয়েন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা গড়ে তোলার লক্ষ্যে গণ সমাবেশের আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনের ধানের শীর্ষের প্রার্থী হেলাল উদ্দিন হেলাল।
সিলেট-৪ আসনের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহত্তর কোম্পানীগঞ্জ উপজেলার থানা বাজার পয়েন্টে রবিবার ( ১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে গণসমাবেশের কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত গণ সমাবেশে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মান্নান। জেলা ছাত্রদলের সদস্য মইনুল ইসলাম ও যুবদল নেতা ফরিদ আহমেদের যৌথ সঞ্চালনায় গণ সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিলেট জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা শওকত আলী বাবুল, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সাধারণ সম্পাদক খন্দকার ফরহাদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফখরুল মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাজাহান আহমেদ, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জামির হোসেন,এম সাইফুর রহমান রহমান ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি আলামিন সারোয়ার, সাধারণ সম্পাদক রায়হান নাফিজ, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাগর আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কালা মিয়া।
এ সময় উপস্থিত বক্তারা বলেন সিলেট-৪ আসনের মনোনয়ন নিয়ে যে ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতি বিরাজমান রয়েছে অতি শীঘ্রই তা থেকে উত্তরণ হব ইনশাআল্লাহ । শীঘ্রই দলের হাই কমান্ট সিলেট-৪ আসনের এমপি প্রার্থীতা নিশ্চিত করবেন। এখনো সিলেট-৪ আসনে নির্ধারিত কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি, আমরা চাই ধানের শীষে যোগ্য প্রার্থী মনোনয়ন পাক। তারা আরো বলেন সিলেট-৪ আসনে ধানের শীষের প্রার্থী স্থানীয় ছাড়া বিকল্প নেই। স্থানীয়দের মধ্যে সবচেয়ে যোগ্য প্রার্থী হেলাল উদ্দিন হেলাল আমরা তার পক্ষে ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশা করছি।
প্রধান অতিথির বক্তব্যে হেলাল উদ্দিন হেলাল বলেন, অতীতেও আমি কোম্পানীগঞ্জ, যইন্তা, গোয়াইনঘাটের জনসাধারণের পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। আমাকে যদি দল মনোনয়ন দেন আপনাদের ভোটে যদি জয়যুক্ত হতে পারি। আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব এবং জনমানুষের জন্য সব সময় নিরলস ভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ । আমাকেই যে ভোট দিতে হবে তা কোন কথা নয় দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে যেই আসবে, আমরা সকলেই তার হয়ে কাজ করব। সভাপতির বক্তব্য শেষে পয়েন্ট থেকে সারা বাজার মিছিল শোডাউন ও ৩১ অফার লিফলেট বিতরণের মধ্য দিয়ে, সভা সমাপ্তি ঘোষনা করা হয়।