তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কোম্পানীগঞ্জ উপজেলায় লিফলেট বিতরণ সম্পন্ন হয়েছে।
শফিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ থেকে :: শনিবার বিকেল ৩ টায় কোম্পানিগঞ্জ থানা বাজার পয়েন্টে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কালে বিএনপিসহ অঙ্গ -সংগঠনের নেতৃবৃন্দরা ধানের শীষ প্রতীকের পক্ষে জনসাধারণের কাছে ভোট চান এবং তারেক রহমানের ৩১ দফা সকলের সামনে তুলে ধরেন।
বক্তারা বলেন জৈন্তা, গোয়ানঘাট ,কোম্পানীগঞ্জ সিলেট ৪ আসনে যে ব্যক্তিকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মনোনীত করা হবে, আমরা কোম্পানীগঞ্জবাসী ধানের শীর্ষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করব। তবে সিলেট ৪ আসনের যোগ্য প্রার্থী মিফতা সিদ্দিকী বলে ধারণা করছেন এলাকাবাসী।
এতে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন(আরিফ) উপস্থিত ছিলেন সিলেট টেকনিক্যাল কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি হেলাল মিয়া। ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমেদ। ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাগর আহমেদ জালাল মিয়া, ইস্তাকিন, এলেমহা,হারিছ মিয়া , মরম আলী মুসা বিন ইব্রাহিম সহ উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।