
সুনির্মল সেন | বাংলাদেশ গর্বের নায়ক শ্রীমঙ্গলের গর্বিত কৃতি সন্তান ও অহঙ্কার শমিত সোম বুধবার (১৯ নভেম্বর) শ্রীমঙ্গলের উত্তরসুর নিজ বাড়িতে ফিরছেন।
তার আগমনে বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের উত্তরসুর এলাকাজুড়ে আনন্দ ও গর্বের জোয়ার বইছে। দেশে ফেরার পর শমিত সোম এক প্রতিশ্রুতি দিয়েছিলেন-“ভারতের বিপক্ষে বাংলাদেশকে জয় উপহার দেব।”
শমিত সোম সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছেন। মাঠে নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে জয় নিশ্চিত করেছেন তিনি।
বাংলাদেশি–কানাডিয়ান শমিত সোম খেলেছেন যেন এক দক্ষ সেনাপতি, দুর্দান্ত পজিশন সেন্স, প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি, রেড কার্ড আদায়, মাঠের প্রতিটি মুহূর্তেই তিনি এনে দিয়েছেন বাংলাদেশের জন্য সব ধরনের এডভান্টেজ।
তার এই অসাধারণ পারফরম্যান্সে নতুন করে গর্বিত হলো বাংলাদেশ।স্বাগত শমিত সোম, বাংলাদেশের অহঙ্কার! বৃহত্তর সিলেটবাসী, শ্রীমঙ্গলবাসী তোমায় নিয়ে গর্বিত।
(কবি ও সিনিয়র সাংবাদিক)