1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন

সিলেট বক্ষব্যাধি হাসপাতালে পরিচ্ছন্নকর্মী রাহেলার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার: সিলেট বক্ষব্যাধি হাসপাতালের পরিচ্ছন্নকর্মী রাহেলা খাতুনের অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের সিভিল ডা. মো: নাসির উদ্দিন বলেন, ‘একজন কর্মচারীকে আমাদের মূল্যায়ন করতে হবে।তবে তাকে কাজে মনোযোগী হতে হবে। তখন চাকুরীর বিদায় বেলায় মূল্যায়ন পাওয়া যায়। যেমন আমাদের বক্ষব্যাধি হাসপাতালের পরিচ্ছন্নকর্মী রাহেলা খাতুন অবসরজনিত কারণে তাহার কাজের মূল্যায়ন করা হয়েছে। তাহাকে উক্ত প্রতিষ্ঠান বিদায় সংবর্ধনা জানিয়ে সবাইকে উৎসাহ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পাশাপাশি আমাদের স্বাস্থ্যখাত আরও গতিশীল করে তুলতে হাসপাতালের রোগীদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে।”

সোমবার(১৮ আগস্ট) হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা: মো: এহসানুল ইসলামের সভাপতিত্বে ও ডাঃ শান্তনু দত্ত এর পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সম্বর্ধনা অনুষ্টানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা সিলেট সহকারি সিভিল সার্জন ডাঃ জন্মেজয় দত্ত বলেন, উক্ত অনুষ্ঠান আমাদের মিলেমিশে কাজ করার উৎসাহ প্রেরণা জাগায়। সেক্ষেত্রে সবার সুদৃষ্টি রাখার আহবান জানান।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ ফাতেমা ইয়াছমিন, সিনিয়র কনসালটেন্ট (ভারপ্রাপ্ত) সিলেট বক্ষব্যাধি হাসপাতাল ও ডাঃ শেখ কবির আহমদ, সিলেট বক্ষব্যাধি হাসপাতাল জুনিয়র কনসালটেন্ট।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোস্তফা জামান খান, সন্তোষ সিন্হা, দিলদার হোসেন, সুরভী সিন্হা, নিলিমা হোসাইন, মোঃ নেছার আহমদ, দিলীপ সরকার, নজরুল ইসলাম, স্বপ্না, তাপস দাস প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট