
সৈয়দ সাদিকুল হক :: এলাকার বিশিষ্ট সমাজ সেবকের নামে প্রতিষ্ঠিত মক্তদির বালিকা বিদ্যালয়ে জিয়া-খালেদা-তারেক-সাইফুরের অনুসারীরা গগণ বিদারী শ্লোগান দিয়ে জানিয়ে দেয় পাহাড় -পর্বত, হাওর-বাওর, পীর-আওলিয়া জীবনজ্যুতি- শাহ নিমাত্রার স্পর্শধন্য সবুজ শ্যামলীমার নৈর্সিগকতার অপূর্ব ভূখন্ড জুড়ী জাতীয়তাবাদী শক্তির অবিনাশী ঘাঁটি।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে ১৭ আগষ্ট, ২৫ সকালে কর্মসূচী শুরু হয়।অনুষ্ঠানকে প্রাণবন্ত করেন প্রধান অতিথি দলের কেন্দ্রীয় বিভাগীয় সম্পাদক জিকে গৌছ, বিশেষ অতিথি এম নাসের রহমান, জেলা আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, জেলা সদস্য সচিব আঃ রহিম রিপন, সাবেক জেলা সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান প্রমুখ।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আবেদ রাজা ও কমিশনারদ্বয আঃ মোস্তাকিম বাবুল,নজরুল ইসলাম এবং প্রিজাইডিং দেবা কর দাসের শৃঙ্খলাপূর্ন নিয়ম-কানুনের মধ্যে বিকাল-সন্ধ্যায় অনুষ্ঠিত সরাসরি ভোটের কাউন্সিলে মাসুম রেজাকে সভাপতি, হাজী আঃ কাইউমকে সিনিয়র সহ-সভাপতি,মতিউর রহমান চুনুকে সাধারণ সম্পাদক, মামুনুর রশীদকে যুগ্ম সম্পাদক এবং রুমেল আহমদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।