1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানী : আরিফুল হক চৌধুরী

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানী : আরিফুল হক চৌধুরী

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানী। মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে তাঁর নেতৃত্ব ও দূরদর্শিতার কারণেই মুক্তিকামী জাতি সংগঠিত হয়ে বিজয়ের পথে এগিয়ে যায়। ১৯১৮ সালের ১লা সেপ্টেম্বর সিলেটের দিরাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। ব্রিটিশ সেনাবাহিনী ও পাকিস্তান সেনাবাহিনীতে দীর্ঘ কর্মজীবন শেষে জাতির সংকটময় মুহূর্তে তিনি হয়ে ওঠেন স্বাধীনতার সংগ্রামের পথপ্রদর্শক। মুক্তিযুদ্ধের সময় তাঁর সাহসী সিদ্ধান্ত, নেতৃত্ব ও সংগঠক দক্ষতা মুক্তিকামী বাঙালিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যায়।

তিনি আরো বলেন, বলেন, আজও জাতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে বঙ্গবীর এম.এ.জি. ওসমানীকে। তাঁর অমর অবদান চিরকাল বাঙালি জাতির স্বাধীনতার ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। আমি বঙ্গবীর ওসমানীর রুহের মাগফেরাত কামনা করছি।

সোমবার (১লা সেপ্টেম্বর) সকালে সিলেট ওসমানী জাদুঘর প্রাঙ্গণে ওসমানী জাদুঘর এর উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনী ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সিলেট ফুলকলি ফুড প্রোডাক্ট লিমিটেডে ডিজিএম জসিম উদ্দিন খন্দকার, দৈনিক খবরপত্রের সিনিয়র সাংবাদিক ও সিলেট ব্যুরো প্রধান এম এ মতিন, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, এডভোকেট নুর উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ফারুক হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সিলেট ওসমানী জাদুঘরের সহকারী কীপার মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান শেষে বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানীর রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট