1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

সিলেট অনলাইন মিডিয়ার নতুন কমিটি ঘোষণা

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

 

সিলেট অনলাইন মিডিয়া ২০২০ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার শুরু থেকেই এই সংগঠন সিলেটের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিভিন্ন ইস্যু দ্রুত এবং নিরপেক্ষভাবে তুলে ধরে জনমনে আস্থা অর্জন করেছে। বিশেষ করে শহরের আলোচিত ও ভাইরাল ঘটনাগুলো সবার আগে কাভার করে ব্যাপক সাড়া ফেলে সিলেট অনলাইন মিডিয়া।

এ পর্যন্ত অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত বহু প্রতিবেদনের কারণে সাধারণ মানুষ ন্যায়বিচারের আশায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন। যদিও দীর্ঘদিন কোনো সাংগঠনিক কমিটি ছিল না, তারপরও সাংবাদিকদের নিবেদিত প্রচেষ্টায় সংগঠনের কার্যক্রম অব্যাহত ছিল।

প্রযুক্তির এই যুগে ঘরে বসেই মুহূর্তের মধ্যে মানুষ সংবাদ পাচ্ছেন। সেই বাস্তবতাকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে সিলেট অনলাইন মিডিয়ার ম্যানেজমেন্ট টিম গত ২৫ আগস্ট ২০২৫ তারিখে এক গুরুত্বপূর্ণ সভার আয়োজন করে। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটি (২০২৫-২০২৭)

সভাপতি: মো: রেজাউল হক তুহিন, সাধারণ সম্পাদক: মো: জাহাঙ্গীর আলম রাসেল, সাংগঠনিক সম্পাদক: মো: সাহিদুজ্জামান সুজন

এছাড়া কমিটির সহ-সভাপতি- মকসুদ আহমদ চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক- রবিউল ইসলাম ফজর, কোষাধ্যক্ষ- মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল, প্রচার সম্পাদক- আশরাফুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক- জাহেদ আহমদ শাকিল, দপ্তর সম্পাদক- মনু চন্দ্র দাস, সহ-দপ্তর সম্পাদক- ইব্রাহিম আহমেদ রুবেল, ধর্ম বিষয়ক সম্পাদক- মনজুর আহমেদ নোমানী, শিক্ষা বিষয়ক সম্পাদক- জালাল জয়, ক্রীড়া সম্পাদক- রুহেল আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- জাহিদ আহমদ রুবেল, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক – লোকমান আহমদ, প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মেহরাজ আহমেদ মামুন, সিনিয়র সদস্য – তৌফিকুর রহমান হাবিব, লিটন আহমেদ, নাজির আহমেদ, রাজু আহমেদ, ফরহাদ হাসান, ঈশা তালুকদার, আলী হোসেন মোল্লা, সদস্য- নাজিব আহমেদ অপু, মোহাম্মদ আলী, মারজান আহমেদ চৌধুরী, জাহেদ আহমেদ, মোঃ মইন উদ্দিন, জাহাঙ্গীর আলম

এই কমিটি পুরোপুরি তরুণ প্রজন্মের সাংবাদিকদের নিয়ে গঠিত। সিলেটের সাংবাদিক মহলে এটি নতুন উদ্যম ও আশার আলো জাগিয়েছে। অনেকেই মনে করছেন, তরুণদের নেতৃত্বে এই সংগঠন বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

আমরা সিলেটের সব সাংবাদিকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। সমাজের স্বার্থে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই আমাদের মূল উদ্দেশ্য। অন্যায়, অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে আমরা সর্বদা রুখে দাঁড়াতে প্রস্তুত। আমরা আশা করি, সিলেটের সর্বস্তরের মানুষ আমাদের পাশে থাকবে এবং দোয়া করবেন, যাতে আমরা সবসময় সত্যের পথে, ন্যায়ের পথে কাজ করে যেতে পারি।

শুরু থেকেই সিলেট অনলাইন মিডিয়া শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ থাকেনি; সমাজসেবামূলক নানা উদ্যোগেও তারা সম্পৃক্ত রয়েছে। তরুণ সাংবাদিকদের উৎসাহিত করা এবং সাংবাদিকতার মান উন্নয়নে সংগঠনটির অবদান উল্লেখযোগ্য।

নতুন কমিটির নেতৃত্বে সিলেট অনলাইন মিডিয়া আরও সক্রিয়, শক্তিশালী এবং দায়িত্বশীল হবে—এমন প্রত্যাশা করছেন সিলেটের সাংবাদিক ও সাধারণ মানুষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট