1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের সাবেক শিক্ষার্থীর মৃত্যুতে শোক সভা

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে
সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের সাবেক শিক্ষার্থীর মৃত্যুতে শোক সভা

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের সাবেক শিক্ষার্থী ও সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের সহকারী হিসাবরক্ষক আবু শাহাদাত মোঃ রাহাত চৌধুরীর স্ত্রী সৈয়দা তাহমিনা আক্তারের মৃত্যুতে সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের ক্লাসরুমে এ শোক সভার আয়োজন করা হয়।

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার এর সভাপতিত্বে শোক সভায় কলেজের শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শোক সভার শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়, শোক সভা শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শোক সভায় বক্তারা বলেন, মরহুমা সৈয়দা তাহমিনা আক্তার একজন ভালো শিক্ষার্থী ছিলেন। তার সভাব চরিত্র ছিল অত্যন্ত ভালো। আমরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

উল্লেখ্য, মরহুমা সৈয়দা তাহমিনা আক্তার গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে শনিবার বাদ যোহর জানাযা শেষে সিলেট শাহজালাল মাজার কবরস্থানের তার দাফন সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট