1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন

সাবেক ছাত্রনেতা আসাদের উদ্যোগ ও পরিকল্পনায় কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে
সাবেক ছাত্রনেতা আসাদের উদ্যোগ ও পরিকল্পনায় কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

সৃজনশীল উদ্যোগ ও সঠিক পরিকল্পনা, যথাযথ বাস্তবায়ন ও জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেটের আত্মপ্রকাশ সম্পন্ন হয়েছে।

সাবেক ছাত্রনেতা মোঃ আসাদুল হক আসাদের উদ্যোগ ও পরিকল্পনায় শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে পরিচিতি পর্ব ও মতবিনিময়ের মাধ্যমে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনটি আত্মপ্রকাশ করে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন, কোম্পানীগঞ্জ উপজেলার মানুষের জীবনযাত্রা ও শিক্ষাব্যবস্থার মান এখনো অনেক পিছিয়ে ও অবহেলিত রয়েছে। তাই, কোম্পানীগঞ্জ উপজেলাবাসীর অধিকার আদায়ের আন্দোলনে সাধারণ মানুষদের পাশে থাকতে ও উন্নয়নমূলক সৃজনশীল কাজের উদ্যোগ নিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার সামাজিক সংগঠক ও আলোকিত মানুষেরা নতুন এই সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে একাত্মতা পোষণ করেছেন।

সংগঠনটির উদ্যোক্তা ও পরিকল্পনাকারী মোঃ আসাদুল হক আসাদ বলেন, একটি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যকে সফল ও স্বার্থক করতে যে উদ্যম, সৃজনশীলতা ও সাহস প্রয়োজন, তা আমার এবং আমাদের রয়েছে। সুতরাং, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আজকের এই যাত্রা উপজেলায় নতুন দিগন্তের সূচনা করবে এবং তা ইতিহাস হয়ে থাকবে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও একাত্মতা পোষণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী এডভোকেট আরিজ আহমেদ, লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমান, সাইফুর রহমান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মুর্শেদ আলম, মঈনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আজির হাসিব, সিলেট জেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ জুয়েল আহমদ, বিশিষ্ট সাংবাদিক ও লেখক মোঃ ফয়ছল আলম, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল আলিম, বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ শাহ নেওয়াজ লিটন, ব্যবসায়ী হাজী উসমান আলী, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিএ টু পরিচালক মোঃ রুহুল আমিন, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র গোলাম মোস্তফা মোসা, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান আহমেদ মারুফ, ডা. মোঃ আরিফুল হক, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক আবিদুর রহমান, সিলেট আইনজীবী সমিতির সহকারী নির্বাচন কমিশনার এড. আব্দুল্লাহ আল হেলাল, ব্যবসায়ী মোঃ উসমান খান, এম. সাইফুর রহমান ডিগ্রী কলেজের অভিভাবক সদস্য ওমর ফারুক, দৈনিক ভোরের ডাকের সিলেট ব্যুরো প্রধান আব্দুল হান্নান, সমাজসেবক মুহাম্মদ কামাল মিয়া, হাজী আইন উল্লাহ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, যুব পদকপ্রাপ্ত সংগঠক ইঞ্জিনিয়ার হাসান তালুকদার সুহেল, ব্যবসায়ী বাবুল মিয়া।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ সোহেল রানা, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী নাঈম, আনোয়ার হোসেন সুমন, শাহজাহান আহমেদ, আনোয়ার হোসেন মিশু প্রমুখ।

অনুষ্ঠানে তিন থেকে সাত দিনের মধ্যে কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পুর্নাঙ্গ কার্যকরী কমিটি এবং উপদেষ্টা কমিটি প্রকাশের প্রস্তাব গৃহীত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট