সিলেট নগরীর বৃহত্তর ওসমানী মেডিকেল এরিয়ার ব্যবসায়ীদের সংগঠন পদ্মা ব্যবসায়ী সমিতির উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং যানজট নিরসনের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমানের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে ওসমানী মেডিকেল এলাকায় সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পদ্মা ব্যবসায়ী সমিতির সভাপতি জননেতা হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকি।
সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, ওসমানী মেডিকেল রোডে প্রতিনিয়ত রোগী ও তাদের স্বজনরা যাতায়াত করে থাকেন। রাস্তার দুপাশে হকার এবং বিভিন্ন যানবাহন পাকিং থাকার কারনে সবসময় যানজট লেগে থাকে। ফলে অবর্ণনীয় ভোগান্তীতে পড়তে হয় রোগী ও তাদের স্বজনদের এবং এলাকার মানুষদের। গুরুত্বপূর্ণ এই এলাকা যানজটমুক্ত রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, আমরা মানুষের কষ্ট লাঘবে সদা তৎপর রয়েছি। সিলেট নগরীকে যানজটমুক্ত রাখতে এসএমপির ট্রাফিক বিভাগ আন্তরিকতার সাথে কাজ করছে। তিনি যানজট সমস্যা নিরসনে সবধরনের সহযোগিতার আশ^াস প্রদান করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী আব্দুল করিম, শামসুদ্দিন আহমদ, ছানাউল হক জিতু, আনোয়ার বাদশা, আনোয়ার হোসেন আনাই, পদ্মা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী আব্দুল করিম পান্না, সহ-সাধারণ সম্পাদক হাজী আলমগীর হোসেন, প্রচার সম্পাদক আফছর হোসেন, মোঃ নাছির উদ্দিন, খসরুজ্জামান খসরু, অরণ কর, দিলীপ কুমার দাস, জামাল আহমদ, মির্জা সাদ্দাম, আফজল হোসেন, আফরোজ আহমদ, শাহরিয়ার জালালী কাইজার, সুমন আহমদ, অপু আরাফাত, আব্দুল মোছাব্বির, কিবরিয়া আহমদ প্রমুখ।