আসন্ন ১৫ সেপ্টেম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচনে সিলেটে সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেছেন বিএনপির সভাপতি পদপ্রার্থী আব্দুস সালাম।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে স্থানীয় নেতাকর্মী, ভোটার ও মুরব্বীয়নদের কাছে দোয়া চেয়ে এ আহ্বান জানান তিনি।
আব্দুস সালাম বলেন, দলের দুর্দিনেও আমি পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং আগামীতেও থাকবো। দলকে সুসংগঠিত করতে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো। দলের নেতাকর্মীদের নিয়ে ৩১ নম্বর ওয়ার্ডে বিএনপির ও অঙ্গসংগঠনকে পরিচালনা করার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করবো এবং বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো। তিনি আবারো সকল ভোটারদের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।