
স্টাফ রির্পোটার: দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ জানিয়েছেন সিলেট সিটি প্রেসক্লাব’র সভাপতি বাবর হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগরসহ ক্লাবের সকল সদস্য। এক শোকবার্তায় সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। সিলেটের সাংবাদিকতায় আবুল মোহাম্মদের অবদান স্মরণ করে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে সিলেটের সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। প্রচার বিমুখ নির্বিচারী কলম সৈনিক সাংবাদিক আবুল মোহাম্মদ দীর্ঘদিন থেকে দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক হিসাবে দায়িত্বরত ছিলেন। ২২ সেপ্টম্বর সোমবার দুপুর ১টার দিকে সিলেট নগরীর সোবহানীঘাটস্থ একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।