বাংলাদেশ জাতীয় মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচনে মো. সোলাইমান সভাপতি নির্বাচিত হওয়ায় সিলেট বিভাগের মৎস্যজীবি সমবায় সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সুসেন্দ্র চন্দ্র সরকার।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, মো. সোলাইমান আহমদ একজন দক্ষ সমবায়ী সংগঠক। তিনি সৎ ও মিতব্যয়ী নেতা হিসেবে জাতীয় মৎস্যজীবি সমবায় সমিতির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।