1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

সিটি কর্পোরেশনের প্রধান ফটকে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে
সিটি কর্পোরেশনের প্রধান ফটকে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ

সিলেট সিটি কর্পোরেশন প্রধান ফটকে হামলা, জেলা প্রশাসককে তুলে নেওয়া হুমকি এবং গাড়ি ভাংচুর, পথচারীদের উপর প্রকাশ্যে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

গতকাল ২৫ সেপ্টেম্বর এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে একটি মিছিল নগরীতে বের হয়। সেই মিছিল থেকে উশৃঙ্খল, নৈরাজ্য ও সন্ত্রাসী পদ্ধতিতে সিলেট সিটি কর্পোরেশন প্রধান ফটকে হামলা, সরকারি কর্মকর্তা সিলেটের জেলা প্রশাসককে তুলে নেওয়া হুমকি এবং গাড়ি ভাংচুর, পথচারীদের উপর প্রকাশ্যে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃনিত কাজ। এই ঘটনায় সিলেটবাসী মর্মাহত ও বিক্ষুব্ধ। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ পাভেল, মোঃ সাহেদ বকস, মোঃ রুকন সরকার, আব্দুস ছালাম, আহছান উল্লাহ, ছাদেক আহমদ, রাসেল আহমদ, মোঃ সুমন সরকার, মোঃ তাজুল ইসলাম, শেখ মোঃ জুনেদ আহমদ, আব্দুর রউফ, মোঃ ফখরুল ইসলাম, মোঃ জাবেদ কাদির, মোঃ জিয়াউর রহমান চৌধুরী, মোঃ সাইদুর রহমান, মোঃ নাহিদুর রহমান সাব্বির আহমদ, মোঃ জাবেদ মিয়া প্রমুখ।

ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, অবৈধ ব্যাটারী চালিত রিক্সা/ ইজি বাইক, ফুটপাত দখলকারী সহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মাধ্যমে ব্যবসায়ী নেতৃবৃন্দের অবস্থান সুদৃঢ়। নেতৃবৃন্দ বলেন, আগামীতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর কেউ ঘটালে সিলেটবাসীকে সাথে নিয়ে সর্বস্তরের ব্যবসায়ীরা প্রতিরোধ গড়ে তুলবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট