1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

সিলেটে রাইট হিয়ার রাইট নাউ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে
সিলেটে রাইট হিয়ার রাইট নাউ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

সিলেট বিভাগ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রউফ শাহ বলেছেন, তরুণ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে এ ধরনের সৃজনশীল উদ্যোগ অত্যন্ত জরুরি। তরুণরা দেশের অমূল্য সম্পদ। তাদের জ্ঞান, মেধা ও সৃজনশীলতার যথাযথ বিকাশ ঘটাতে পারলে দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

তিনি আরও বলেন, লেখালেখি শুধু ব্যক্তিগত শখ নয়, বরং এটি চিন্তার পরিসরকে বিস্তৃত করে সমাজ ও রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখে। এ প্রকল্প তরুণদেরকে মুক্তচিন্তা, সৃজনশীলতা ও ইতিবাচক অভিব্যক্তির সুযোগ করে দিয়েছে। অংশগ্রহণকারীরা এই অভিজ্ঞতাকে জীবনের বাস্তব ক্ষেত্রে কাজে লাগিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন। তিনি বলেন, ‘রাইট হিয়ার রাইট নাউ’ প্রকল্প তরুণদের আত্মবিশ্বাসী করে তুলেছে এবং সামাজিক পরিবর্তনের প্রতি তাদের দায়িত্ববোধ জাগ্রত করেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে আরএইচস্টেপ এর আয়োজনে সিলেটে রাইট হিয়ার রাইট নাউ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার জুনিয়র অফিসার হামিদা আক্তার হিমু ও আরএইচস্টেপ আরএইচআরএন প্রোজেক্টের এসিস্যান্ট ম্যানেজার, এডভোকেসি এন্ড কমিউনিকেশন নাভিরা আজমী এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রউফ, সিলেট বিভাগের জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল মনসুর আসজাদ, সিলেট বিভাগের জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ।

আরএইচস্টেপ এর ভূমিকা তুলে ধরেন আরএইচস্টেপ এর উপ-পরিচালক (প্রোগ্রাম) ডা. এলভিনা মুস্তারী। বক্তব্য রাখেন আরএইচস্টেপ এর ইউনিট ম্যানেজার নিহার রঞ্জন দাস, আরএইচস্টেপ এর ইয়ুথ অফিসার ফিলিপ সমদ্দার, মেহেদি হাসান।

সিলেটে আরএইচআরএন এর উল্লেখযোগ্য কার্যক্রমসমূহ তুলে ধরেন আরএইচস্টেপ পিএমইএল, আরএইচআরএন প্রোজেক্ট এর এসিস্ট্যান্ট ম্যানেজার তৌসিন আহমেদ সোহেল। তরুণদের সফলতার গল্প তুলে ধরেন আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার ইয়ুথ এডভোকেট মাহবুবে এলাহী। আএইচআরএন এর সাথে ইয়ুথদের যাত্রা এবং তরুণদের ভবিষ্যৎ প্রত্যাশা সম্পর্কে তুলে ধরেন আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার ইয়ুথ এডভোকেট জয়শ্রী রানী মোহন্ত। অনুষ্ঠান শেষে নাটক, নৃত্যু এবং গান পরিবেশন করে সাংস্কৃতিক দল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট