1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

সিসিকের বালুচরে মালিক শ্রমিক ঐক্য পরিষদের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে
সিসিকের বালুচরে মালিক শ্রমিক ঐক্য পরিষদের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

সিলেট সিটি কর্পোরেশনের বালুচর আল ইসলা এলাকায় মালিক শ্রমিক ঐক্য পরিষদের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১লা অক্টোবর) দুপুরে ব্যাটারি চালিত রিক্সার রোড পারমিট প্রদানের দাবিতে ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিসিকের ৩৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের শাখা সভাপতি সুহেল আহমদ সোয়েব এর সভাপতিত্বে ও শ্রমিক নেতা মো. হাবিবুর রহমানের পরিচালনায় শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মহানগর শাখার সহ সভাপতি আব্দুল জলিল, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আব্দুস সোবহান।

বক্তব্য রাখেন প্রবীন শ্রমিক নেতা মো. মন্তাজ মিয়া, আব্দুল গণি, হেকিম মিয়া, সৈয়দ আলী, মো. খলিল মিয়া, শ্রমিক নেতা ছয়ফুল মিয়া, সুলাইমান আহমদ, ফারুক মিয়া, মো. আরী, আলমগীর মিয়া, আলী নূর, হারিছ আলী, ফারুক মিয়া প্রমুখ। সমাবেশে সংগঠনের ৩৬নং ওয়ার্ড শাখার অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা শ্রমিকদের আয়-রুজির রাস্তা খুলে দিয়ে পেটের ভাত জোগাড়ের ব্যবস্থা করতে রোড পারমিট দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলেন, অন্যান্য জেলায় রোড পারমিট দিয়ে ব্যাটারি চালিত রিক্সা চলাচল করতে দেওয়া হলেও শুধু সিলেটে দেওয়া হচ্ছে না, যা রিক্সা শ্রমিকদের সাথে বৈষম্য করা হচ্ছে। জুলাই-গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করলেও শ্রমজীবী রিক্সা শ্রমিকরা এখনও বৈষম্যের শিকার হচ্ছেন।

বক্তারা বলেন, স্কুল, কলেজ, মাদ্রসা, ইউনিভার্সিটির শিক্ষার্থী ও নগরবাসী অল্প ভাড়ায় যাতায়াত করতেন ব্যাটারী চালিত রিক্সার মাধ্যমে। আজ তারাও বঞ্চিত রয়েছেন। মালিক-শ্রমিকদের পরিবার-পরিজন ও নগরবাসীর সর্বদিক বিবেচনা করে সিলেট নগরীতে ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক চলাচলের ব্যবস্থা করে দেওয়ার জোর দাবি জানান বক্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট