1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে গণসংযোগ

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে
দক্ষিণ সুরমায় ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে গণসংযোগ, লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) দক্ষিণ সুরমার শিববাড়ী বাজার, হুমায়ুন রশীদ চৌধুরী চত্বর, বাইপাস রোড, চন্ডিপুল পয়েন্ট, কদমতলী ও তার আশপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই-র বড় ভাই বিশিষ্ট সমাজসেবী মো. নিজাম উদ্দিন বলেন, ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই দীর্ঘদিন থেকে দেশে ও প্রবাসের মাটিতে বিএনপির রাজনীতি করে আসছেন। বিগ সরকারের আমলে প্রবাসে তার রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে সরকারের রোষানলে পড়ে বিগত পনেরো বছর দেশে আসতে পারেন নি। বর্তমানে পরিবর্তিত পেক্ষাপটে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দেও আশ্বাসের প্রেক্ষিতে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা আশাবাদী সৎ ও ত্যাগী নেতা হিসেবে সিলেট ৩ আসনে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই-কে মনোনয়ন দিয়ে বিএনপি তার বিগত দিনের ত্যাগের মুল্যায়ন করবে।

পথসভা ও গণসংযোগে স্থানীয়দের পাশাপাশি উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী মো. নিজাম উদ্দিন, নাবির মোহাম্মদ নিজাম, জাহিদুল ইসলাম জুনান, শাহান আহমেদ, আব্দুল কাইয়ুম, মুন্না আহমেদ, হুমায়ূন আহমেদ, শহীদ মিয়া প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট