1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

এডভোকেট আসাদ ছিলেন আইন অঙ্গনের একজন সৎ, নির্ভীক ও নীতিবান আইনজীবী : কর কমিশনার

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট মোহাম্মদ আসাদ আহমদ চৌধুরীর মৃত্যুতে (৭ অক্টোবর) মঙ্গলবার দুপুরে মেন্দিবাগস্থ বার হলে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপ কর কমিশনার গোলাম কিবরিয়া, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন এর সহ সভাপতি এডভোকেট মো. আবুল ফজল।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক (১) এডভোকেট অজিত কুমার রায়ের পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী আ স ম মুবিনুল হক শাহীন। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান শিপু।

শোক সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি এডভোকেট মো. শফিকুল ইসলাম, সাবেক সভাপতি আবু মোহাম্মদ আসাদ এডভোকেট, সিনিয়র আয়কর আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল হক, সমিতির সাবেক সভাপতি এম শফিকুর রহমান, এম ই এম ইকবালুর রহমান, মৃত্যুঞ্জয় ধর ভোলা এডভোকেট, সমিতির সিনিয়র সদস্য হাসনু চৌধুরী, সমর বিজয় শী শেখর এডভোকেট, আব্দুল আলীম পাঠান এডভোকেট, আয়কর আইনজীবী মো. আলী খোকন, বিধুভূষণ ভট্টাচার্য্য, ইকবাল আহমদ চৌধুরী, এডভোকেট মো. আজিজুর রহমান, আয়কর আইনজীবী সদরুল হাসান চৌধুরী, কামাল আহমদ, বাহাউদ্দিন বাহার, মখলিছুর রহমান, এটিএম সরোয়ার, শাবানা ইসলাম এডভোকেট, প্রয়াত আসাদ আহমদ চৌধুরীর পিতা মো. ফেরদৌস চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা বলেন, এডভোকেট মোহাম্মদ আসাদ আহমদ চৌধুরী ছিলেন আইন অঙ্গনের একজন সৎ, নির্ভীক ও নীতিবান আইনজীবী। সমাজসেবামূলক কর্মকাণ্ডে তার অবদান ছিল অনন্য। পেশাগত জীবনে তিনি ন্যায়বিচারের পক্ষে আপসহীন থেকে মানুষের অধিকার রক্ষায় কাজ করেছেন।

তিনি আরো বলেন, তিনি শুধু একজন দক্ষ আইনজীবীই নন, ছিলেন একজন সমাজ সচেতন মানুষ, যিনি সবসময় ন্যায় ও আদর্শের পথে চলতেন। তাঁর মৃত্যুতে সিলেট কর আইনজীবী সমিতি ও আইন অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। বক্তারা প্রয়াত আসাদ আহমদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সবশেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন কর ভবন মসজিদের ইমাম মাওলানা মোবারক হোসেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট