1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৮:০১ অপরাহ্ন

পরিবেশ রক্ষায় সিটি আদর্শ ফাউন্ডেশনের ‘বৃক্ষপ্রেমী অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠিত

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে
পরিবেশ রক্ষায় সিটি আদর্শ ফাউন্ডেশনের ‘বৃক্ষপ্রেমী অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠিত

পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম জাগিয়ে তোলার লক্ষ্যে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো “বৃক্ষ বিতরণ ও বৃক্ষপ্রেমী অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ২০২৫”। রোববার (২ নভেম্বর) সকাল ১০টায় নগরীর মদিনা মার্কেটস্থ কালীবাড়ী রোড নয়াপাড়া ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ আয়োজনে ফাউন্ডেশনটি তাদের ব্যতিক্রমী কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে এবারও শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণের পাশাপাশি গত বছরের বিতরণকৃত চারার যত্ন ও টিকে থাকার ভিত্তিতে পুরস্কৃত করেছে বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিউচার দেশ-এর ফাউন্ডার সাজ্জাদুর আজিজ মালিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার, নাট্যকার ও সাংবাদিক প্রশান্ত লিটন, সিটি মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও সিটি আদর্শ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন সিটি মডেল স্কুলের সহকারী শিক্ষক অঞ্জন রায় সঞ্জয়, রুম্পা বর্মন, লিংকন তালুকদার, সিদ্ধার্থ দাশ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিটি আদর্শ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন স্যার। অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলেন সিটি আদর্শ ফাউন্ডেশনের সদস্য ও সিটি মডেল স্কুলের সহকারী শিক্ষক প্রান্ত দাশ।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, “আমরা শুধু চারা বিতরণেই থেমে থাকি না, বরং শিক্ষার্থীদের হাতে দেওয়া প্রতিটি চারার যত্নের খবর সারাবছর নিয়মিত পর্যবেক্ষণ করি। যাদের চারা এক বছর পরও জীবিত থাকে, তাদের এই বৃক্ষপ্রেমী অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়।”

অনুষ্ঠানের শেষে সিটি মডেল স্কুলের শিক্ষার্থীদের মধ্যে নতুন করে চারা বিতরণ করা হয় এবং উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব ভবিষ্যৎ গঠনে অনুপ্রাণিত করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট