1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

সিলেটে এনসিসি ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে
সিলেটে এনসিসি ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত

এনসিসি ব্যাংক পিএলসি কুমারপাড়া শাখার ব্যবস্থাপক জিয়াউর রহমান বলেছেন, ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নাগরিক—তাদের মধ্যে আর্থিক সচেতনতা তৈরি করতে পারলে দেশ আরও এগিয়ে যাবে। স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা অর্থ ব্যবস্থাপনা, দায়িত্ববোধ ও সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে জানতে পারছে, যা ভবিষ্যতে তাদের সফল জীবনের ভিত্তি গড়ে দেবে।

তিনি আরও বলেন, ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা একটি সময়োপযোগী উদ্যোগ। এতে তারা প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার সঙ্গে পরিচিত হচ্ছে এবং সঠিকভাবে অর্থ ব্যবহার শিখছে। এনসিসি ব্যাংকের এই উদ্যোগ প্রশংসনীয় ও অনুকরণীয়।

সোমবার (৩ নভেম্বর) বেলা ১২টায় এনসিসি ব্যাংক পিএলসি কুমারপাড়া শাখার উদ্যোগে নগরীর কুমারপাড়াস্থ কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এবারের প্রতিপাদ্য ছিলো- সঞ্চয়ের অভ্যাস শুরু হোক শৈশব থেকেই।

কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল খালিক এর সভাপতিত্বে ও এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখার অপারেশন ম্যানেজার সুমন্ত গুপ্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম।

উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক রাফিয়া খাতুন, জ্যোৎস্না বেগম, হাবিবা খানম, তাহেরা সুলতানা, মিসবাহ উদ্দিন, ব্যাংক কর্মকর্তা ডালিয়া দেবনাথ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের কর্মকর্তা ও কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট