
ঐতিহ্যবাহী খাদিমুল কুরআন পরিষদ সিলেটের তিনদিনব্যাপী ৩১ তম তাফসরুল কুরআন মহাসম্মেলন’২৫ আজ থেকে শুরু হচ্ছে সম্মেলন আজ বৃহস্পতিবার থেকে শুক্র ও শনিবার পর্যন্ত চলবে-প্রতিদিন বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত চলবে।
সম্মেলনে অংশ গ্রহণ করবেন- মুফাসসিরে কুরআন মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মুফতী রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা, মাওলানা মামুনুল হক ঢাকা, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ঢাকা, মুফতী রেজোওয়ান রফিকী ঢাকা। আরও দেশ বরেন্য উলামায়ে কেরাম তাফসির পেশ করবেন।
মাহফিলে সকলের অংশ গ্রহণ কামনা করেছেন পরিষদের মুহতারাম সভাপতি মাওলানা মাশুক উদ্দিন, সেক্রেটারি হাফিজ মাওলানা আসজাদ আহমদ।