1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন

খিত্তা খালপার প্রবাসী ট্রাস্টের নির্বাচন সম্পন্ন সাহেদ সভাপতি, সুমন সাধারণ সম্পাদক

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

খিত্তা খালপার প্রবাসী ট্রাস্টে

সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খিত্তা খালপার গ্রামের একমাত্র প্রবাসী সংগঠন খিত্তা খালপার প্রবাসী ট্রাস্ট এর ২০২৬-২০২৭ সালের দ্বি-বার্ষিক নির্বাচনী সভা যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছে। গত ১০ নভেম্বর সোমবার যুক্তরাজ্য সময় সন্ধ্যা ৭টায় ইস্ট লন্ডনের মক্কা গ্রীল রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি খালজির হোসেন রাহিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক এনাম আহমদ ও সিনিয়র সহ-সভাপতি সাহেদ আহমদ। কুরআন থেকে তিলাওয়াত করেন সহ-সভাপতি রায়হান উদ্দিন সুমন।
সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের উপদেষ্টা আব্দুল কাইয়ূম পংকি তালুকদার, সিরাজ উদ্দিন, জালাল উদ্দিন, শেখ রুকন উদ্দিন, সফিক আহমদ, গিয়াস আহমেদ প্রমুখ।
উপদেষ্টা মণ্ডলী ও উপস্থিত সদস্যদের গঠনমূলক মতামত ও পরামর্শের ভিত্তিতে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ট্রাস্টের নতুন কার্যনির্বাহী কমিটি (আংশিক) গঠন করা হয়। নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি সাহেদ আহমদ, সিনিয়র সহ-সভাপতি এনাম আহমদ, সহ-সভাপতি লায়েছ আহমদ, সাধারণ সম্পাদক দিলদার হোসেন সুমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু আহমদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাহবুব মিয়া রিপন, অর্থ সম্পাদক মুরাদ হোসেন, সহ-অর্থ সম্পাদক ফাহাদ আহমদ এবং প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ ।
নির্বাচিত সদস্যবৃন্দ ও উপদেষ্টা পর্ষদের সঙ্গে পরামর্শক্রমে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হবে।
আগামী ১ জানুয়ারি ২০২৬ তারিখে পুরাতন কমিটি নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবে এবং শপথ পাঠের মাধ্যমে নতুন কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট