1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ে বিক্ষোভকারীদের অগ্নিসংযোগ

ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

 

রাজধানীর গুলিস্তানে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পল্টন থানার ডিউটি অফিসার এসআই নিশাত বিষয়টি নিশ্চিত করেন।

শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণার দিন সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়েছেন।

এরমধ্যে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের ‘অবস্থান কর্মসূচি’ এবং জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের প্ল্যাটফর্ম ‘জুলাই যোদ্ধা সংসদের’ ব্যানার টাঙাতে দেখা গেছে। এছাড়াও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

বিক্ষোভকারীরা দাবি করেন, আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং ১৭ তারিখের রায়ে শেখ হাসিনাসহ তিন আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে ভবনের ভেতরের পরিত্যক্ত আসবাব একসাথে করে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। এসময় তারা বাইরে থাকা ভাস্কর্য ভাঙচুর করেন।

এসআই নিশাত জানান, দুপুর সোয়া ১২টার দিকে ছাত্রলীগ সন্দেহে দুইজনকে পুলিশের হাতে তুলে দেন বিক্ষোভকারীরা। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন তিনি।

এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকেই সেখানে অবস্থান নিয়েছেন এবং স্টেডিয়াম ও সচিবালয়ের দুই দিকের অংশই ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন। ফলে সেখানে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। সাধারণ মানুষ পায়ে হেঁটেই সেখানে চলাচল করছে।

সূ ত্র : দৈ নি ক শ্যা ম ল সি লে ট

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট