
সুনির্মল সেন, সিনিয়র সাংবাদিক :: নিজের পিতা-মাতা পরিবার বন্ধুবান্ধব সবাইকে ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিলেন উচ্চ শিক্ষার জন্য।
এ’দিকে সেখানে গিয়ে দেশের জানা- ন-জানা, সবার প্রিয় ‘কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ” মারাত্মক একাকীত্ব ভূগছিলেন।
গত অক্টোবর মাসে উচ্চ শিক্ষার্থে মালয়েশিয়া যান দীপ। সেখানেই হার্ট অ্যাটাক করে বুধবার ভোরে মারা যান একুশ বছর বয়সী এই তরুণ।
মালয়েশিয়ার নিসঙ্গ জীবনের সাথে মানিয়ে নিতে পারছিলেন না দীপ। হতাশ হয়ে দ্রুত দেশে ফিরে আসার কথাও জানিয়েছিলেন তিনি।
এমনটি জানিয়ে গত ২৭ অক্টোবর তার ফেসবুকে দ্বীপংকর দাস দীপ লিখেন,- ‘আমি হয়তো খুব শীঘ্রই দেশে চলে আসবো, একা থাকা আমার দ্বারা সম্ভব না। ছোটবেলা থেকেই বন্ধুবান্ধব, পরিবারের সাথে থেকে বড় হয়েছি। হুটহাট এরকম সিচুয়েশনে পড়ে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। প্রচুর কষ্ট হচ্ছে।
’তবে মালয়েশিয়া যাওয়ার পর দেশে আসার জন্য আর অপেক্ষা সইলো না দীপের। তার আগেই বুধবার ভোরে বিদায় নিলেন এই পৃথিবী ছেড়ে।
দীপ দেশে আসবেন বটে, তবে এবার আসবে তার প্রাণহীন দেহ।দীপের বন্ধুরা জানিয়েছেন, তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
শুক্র বা শনিবার মরদেহ দেশে আসতে পারে।দীপের পরিবার সিলেটের গোপালটিলায় থাকেন। তাদের মূল বাড়ি হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়িতে । তার বাবা দিব্যোজ্যোতি দাস। দুই ভাইয়ের মধ্যে বড় দীপ।
দীপের স্বজনরা জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে দিবাগত রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে বুধবার ভোর ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপ।দীপ ফেসবুকে পারিবারিক বিভিন্ন ইস্যুতে হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করতেন। তাতে দীপের সাথে তার মাসহ পরিবারের অন্য সদস্যদেরও অংশ নিতে দেখা যেতো। হাস্যরসাত্মক এসব ভিডিও করে জনপ্রিয়তা পান তিনি।