1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন

সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভা শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় সিলেট নগরীর ইদ্রিছ মার্কেটস্থ বাংলাদেশ ওভারবীজ সার্ভিসেস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার এর পরিচালনায় সভায় বক্তব্য রাকেন প্রতিষ্ঠাতা সহ সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, বিশিষ্ট ফুটবলার কাজী আশরাফুজ্জামান, যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম কামালীলুল কামলী, এস এম বিল্লাহ, খালেদ মিয়া, মো. ইব্রাহীম আরী, শিরিন চৌধুরী, সাহেদা বেগম, মো. ইউসুফ সেলু, মো. খালেদুজ্জামান, হাজী গিয়াস উদ্দিন, আব্দুল ওয়াদুদ, সৈয়দ কামাল উদ্দিন, বাদল কান্তি দে, মো. উপদেষ্টা শায়েস্তা মিয়া, সিপার মিয়া, সাব্বির আহমেদ প্রমুখ।

সভায় সিলেট নগরীতে অবস্থানরত গরীব, মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় এবং এসোসিয়েশনকে শক্তিশারী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা সুনামগঞ্জবাসীর বিভিন্ন সমস্যা সিরসনে সরকারকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান এবং সিলেট নগরীতে অবস্থানরত সুনামগঞ্জের যেকোন নাগরিক ফরম সংগ্রহের মাধ্যমে সদস্য পদে অন্তর্ভূক্ত হওয়ার আহবান জানান। সভায় সুনামগঞ্জ টু সিলেটের রাস্তা চার লেনে উন্নীত কররার জন্য জোর দাবী জানানো হয় এবং বোরো মৌসুমে বেড়ি বাধ সময়মত নির্মাণের দাবী জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট