1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ মাদক ধ্বংস

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম | সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে জব্দ হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে। শনিবার সকাল ১০টায় কোম্পানীগঞ্জ থানা কম্পাউন্ডে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াস হোসেন, ম্যাজিস্ট্রেট মো. রুবেল মিয়া, কোম্পানীগঞ্জ থানার কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন প্রতিনিধিসহ স্থানীয় সংবাদকর্মীরা।

মাদক ধ্বংস কার্যক্রম শুরুর আগে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোম্পানীগঞ্জ থানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তার উপস্থিতিতেই থানা পুলিশের জব্দ করা মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।

থানা সূত্রে জানা যায়, ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল—বিভিন্ন ব্র্যান্ডের ৪১০০ পিস ভারতীয় মদ, ৩০ বোতল ফেনসিডিল, ৭৭ হাজার পিস ভারতীয় নাসির উদ্দীন ব্র্যান্ডের বিড়ি।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএম বলেন,
“আমি কোম্পানীগঞ্জ থানায় যোগদানের পর বেশ কয়েকটি বড় মাদকের চালান আটক করা হয়েছিল। আজ সেসব চালানসহ পূর্বে জব্দকৃত মাদক এবং ভারতীয় নাসির উদ্দীন বিড়ি ধ্বংস করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

মাদক ধ্বংস প্রক্রিয়ায় থানা পুলিশের বিভিন্ন ইউনিট, প্রশাসনের কর্মকর্তা ও মিডিয়া কর্মীরা উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট