
ডেস্ক নিউজ | শাহবাগের মোড়ে আজ ( সোমবার, ১৭ নভেম্বর) সন্ধ্যা সাতটার সময় শেখ হাসিনার প্রতীকী ফাসির আয়োজন করা হয়।
এ সময় অতি আবেগে নিজেই গলায় দড়ি পরে ফাঁসির অভিনয় করতে গিয়ে এরশাদুল হক নামের এক জুলাই যোদ্ধার মৃত্যু ঘটে।
উল্লেখ্য, এরশাদুল হক শেখ হাসিনার প্রতীকী ফাঁসির মঞ্চে অভিনয় করতে যখন নিজে গলায় ফাঁস লাগায়, তখন মঞ্চের পেছন থেকে কিছু ইনকিলাব মঞ্চ এবং ছাত্র শিবিরের নেতাকর্মী ধাক্কাধাক্কি শুরু করলে হঠাৎ মঞ্চ ভেঙ্গে পড়ে, এতে এরশাদুল হকের গলায় ফাঁস লেগে যায়।
গুরুতর আহত অবস্থায় এরশাদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এরশাদুল হক কোথায় পড়ালেখা করে এখনো সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।পকেটে পাওয়া ভোটার আইডি চেক করে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এরশাদুলের গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা।তিনি জুলাই আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং বর্তমানে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন।
প্রথম আলো খবরটা পোস্ট করার দুই মিনিট পরেই ডিলিট করে ফেলে,হয়তো কারো হুমকিতে এই মৃত্যুর ঘটনা ধামা চাপা দিতেই এমনটা করেছে।
সূ ত্র: দৈ নি ক প্র থ ম আ লো