
সুনির্মল সেন: বন্ধন ক্লাব গোলাপগঞ্জের উদ্যেগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ সম্পন্ন হয়েছে।
শনিবার(৬ নভেম্বর )সকাল ১০টায় এম মাজহারুল ইসলাম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ্ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার ওয়ান নাজমুল আলম।
এতে ক্রাইম সিলেটের বিভাগীয় প্রতিনিধি প্রবাল দেবনাথ অপু এর জৈষ্ঠ্য কণ্যা সুস্মিতা দেবনাথ প্রজ্ঞা গোলাপগঞ্জ উপজেলার মধ্যে ট্যালেন্টপুল স্কলারশিপে মেধা তালিকায় সম্মানের সহিত দ্বিতীয় স্থান অর্জন করেছে।
এদিকে-সাংবাদিক প্রবাল দেবনাথ অপু ও তার সহধর্মিণী,পরিবারের অন্যান্য সদস্যরা পরিবারের পক্ষ থেকে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্কী-গুণগ্রাহী সহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সকল এবং বন্ধন ক্লাব গোলাপগঞ্জ এর সম্মানিত সভাপতি ও কমিটির সকল নেতৃবৃন্দ এবং এমসিএকাডেমি গোলাপগঞ্জের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীর অভিভাবকবৃন্দ, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন,ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
সেই সাথে তারা তাদের কণ্যা সুস্মিতা দেবনাথ প্রজ্ঞা ভবিষ্যতে যাতে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ-জাতি- সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারে এজন্য উপস্থিত সকলে কাছে আশীর্বাদ, দোয়া কামনা করেছেন।