
স্টাফ রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদলের সিলেট মহানগর শাখার নবনির্বাচিত ৬৯ সদস্যের আহবায়ক কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে। এতে কয়েছ আহমেদকে আহবায়ক, জসিম উদ্দিনকে সিনিয়র যুগ্ম-আহবায়ক ও আমিনুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়বাদী তাতীদল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি,ইতোপূর্বে সিলেট মহানগর শাখার পূর্বের কমিটি বাতিল ঘোষণা করে নতুন ৬৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি সম্প্রতি অনুমোদন দিয়েছে।
তাতীদলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সিলেট মহানগর শাখার পূর্বের কমিটির সাংগঠনিক স্থবিরতা এবং দায়িত্ব পালনে গুরুতর অবহেলার কারণে বাতিল করা হয়। এই নতুন কমিটি আগামী দুই মাসের জন্য দায়িত্ব পালন করবে।
নবনিযুক্ত আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কয়েছ আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জসিম উদ্দিন, এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম।
তাতীদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমান এর স্বাক্ষরিত এক পত্রে সিলেট মহানগর শাখার এই নতুন কমিটি’র অনুমোদন প্রদান করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট মহানগর শাখার নতুন কমিটির সকল সদস্যের নাম, ওয়ার্ড এবং মোবাইল নম্বর বাংলাদেশ জাতীয়বাদী তাতীদলের অফিসিয়াল প্যাডে প্রকাশিত হয়েছে।
জাতীয়তাবাদী তাতীদল সিলেট মহানগর শাখার নতুন কমিটি’র আহবায়ক নির্বাচিত হলে নবনিযুক্ত আহবায়ক কয়েছ আহমেদ বলেন, “কেন্দ্রীয় কমিটির প্রতি আমি কৃতজ্ঞ। আমাকে সিলেট মহানগর তাতীদলের আহবায়ক হিসেবে দায়িত্ব দেওয়ায় সম্মানিত বোধ করছি। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে তাতীদলকে আরও শক্তিশালী, সক্রিয় ও কার্যকরী করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আমাদের লক্ষ্য,বাংলাদেশ জাতীয়বাদী তাতীদলকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অগ্রণী ভূমিকা দিতে সাহায্য করা।”
সিনিয়র যুগ্ম-আহবায়ক জসিম উদ্দিন বলেন, “বাংলাদেশ জাতীয়বাদী তাতীদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এগিয়ে যাচ্ছে। বর্তমান সময়ে দেশের পরিস্থিতি ভিন্ন দিকে প্রভাবিত হচ্ছে। এই মুহূর্তে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা শঙ্কাজনক। দেশের মানুষ দোয়া করছেন, আমরা মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরেন।”
“আমরা এই দায়িত্বের অংশ হিসেবে সিলেট মহানগর তাতীদলের কার্যক্রমে নতুন প্রাণসঞ্চার করব এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সিলেট নগরীর প্রত্যেক পাড়া-মহল্লায় তাতীদলের কার্যক্রম অব্যাহত রাখবো। বাংলাদেশ জাতীয়বাদী তাতীদল বিএনপির একটি অঙ্গসংগঠন হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে অঙ্গীকার করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে। সিলেট মহানগর শাখার মাধ্যমে আমরা বিএনপির হাতকে আরও শক্তিশালী ও দৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখব। কেন্দ্রীয় কমিটির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং সংগঠনের মূল নীতি অনুযায়ী প্রতিটি পাড়া-মহল্লায় সদস্যদের নিয়ে কার্যক্রম অব্যাহত থাকবে।”
বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট মহানগর শাখা’র নব-নির্বাচিত আহবায়ক কমিটি আগামী দুই মাসে মহানগর শাখাকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও কার্যকরী করার পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে তাতীদলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে।
#গ্রন্তনা:#SunirmalSen