1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রীতি প্রমীলা ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রীতি প্রমীলা ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিস সিলেট এর আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রীতি প্রমীলা ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সিলেট সদর উপজেলা মিনি স্টেডিয়ামে এই ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত প্রীতি প্রমীলা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকায় টাইব্রেকারে রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি ৫-৪ গোলে সুগন্ধা ফুটবল একাডেমি জৈন্তাপুর সিলেটকে হারিয়ে বিজয়ী তথা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের গোলকিপার সেলসি প্লেয়ার অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়।

সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো: নূর হোসেন এর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. আব্দুল আহাদ, ক্রীড়া সংগঠক কিবরিয়া আহমেদ, সিলেট জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সদস্য সচিব আব্দুল আজিম, সুগন্ধা ফুটবল একাডেমির পরিচালক এ টি এম মাসুদ আহমেদ, জুম্মন লুসাই স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক বাবুল আক্তার, রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি ফুটবল দলের ম্যানেজার ইমদাদুল হক খোকন, ফুটবল কোচ মুজিবুর রহমান, ফুটবল কোচ শরীফ আহমেদ প্রমুখ। ফাইনাল খেলায় ক্রীড়ানুরাগী অসংখ্য দর্শক খেলা উপভোগ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট