
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। এসময় তারা মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও লাখো বাঙালি শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করেন।
সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান শিপু এডভোকেট এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন এডভোকেট সমর বিজয় সী শেখর, এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, মোহাম্মদ আলী খোকন, এডভোকেট সুজিত কুমার বৈদ্য, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, এডভোকেট মো. আজিজুর রহমান, এডভোকেট বাবলু চন্দ্র ভৌমিক, এডভোকেট ফখরুজ্জামান, আয়কর আইনজীবী মো. আবিদুর রহমান রাজু, দেবর্ষী চৌধুরী দীপ, অর্জুন কুমার চক্রবর্তী, আনহার আহমদ চৌধুরী, মো. আনহারুল ইসলাম চৌধুরী, জয়দীপ ধর প্রমুখ।