1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

ইফার নতুন পরিচালক ড. সৈয়দ শাহ এমরানের সাথে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেটের সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে
ইফার নতুন পরিচালক ড. সৈয়দ শাহ এমরানের সাথে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেটের সৌজন্য সাক্ষাৎ

ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের নবনিযুক্ত পরিচালক ড. সৈয়দ শাহ এমরান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেটের নেতৃবৃন্দ।

বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টায় সিলেট শাহ ঈদগাহস্থ ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে. এম. মিনহাজ উদ্দিন, কোষাধ্যক্ষ মাওলানা ইদ্রিস আহমদ জাকারিয়া, জেলা সভাপতি হাফিজ মাওলানা নওফল আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আবিদ হাসান, সিলেট সদরের সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা আব্দুস সবুর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত ফিল্ড অফিসার মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা ফিল্ড সুপারভাইজার মাওলানা শাব্বির আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ফিল্ড সুপারভাইজার হাফিজ মাওলানা আব্দুল আহাদ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক মাওলানা ওসমান গনী মোজাহিদ প্রমুখ।

নেতৃবৃন্দ নৈতিকতা ও ধর্মীয় মুলবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণ শিক্ষা ৩২ বছর আগের চলমান প্রকল্পটি তার মাধ্যমে রাজস্ব খাতে নেওয়ার জন্য ড. সৈয়দ শাহ এমরানকে বিনীতভাবে অনুরোধ জানান। সাক্ষৎকালে নবনিযুক্ত পরিচালক ড. সৈয়দ শাহ এমরানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট