জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের নবগঠিত কমিটির সহ-সভাপতি শাহজাহান আহমদ সাজু এবং সাধারণ সম্পাদক ইমাম হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগরের নেতৃবৃন্দ।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে নেতৃদ্বয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মহানগর জাগপার সহ-সভাপতি মো. পিয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জহুর আলম, কাওছার আহমদ, অর্থ সম্পাদক ফরহাদুর রেজা নাদিম, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, প্রচার সম্পাদক হোসেন আহমদ আকাশ, সহ-প্রচার সম্পাদক নুরুল ইসলাম জিতু, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত, শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমদ, সহ যুব বিষয়ক সম্পাদক ইয়াছিন আহমদ, সহ দপ্তর বিষয়ক সম্পাদক শাহিন আহমদ, কার্যকরি সদস্য নুর হোসেন, অর্জয় রায়, বিলাল হোসেন, নুর ইসলাম প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, জাগপা সিলেট মহানগরের নবগঠিত কমিটির সহ-সভাপতি শাহজাহান আহমদ সাজু এবং সাধারণ সম্পাদক ইমাম হোসেনের সুযোগ্য নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেটে আরো ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে। দলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মরহুম শফিউল আলম প্রধান এর আদর্শকে ধারণ করে দেশ ও জাতি এবং মানুষের কল্যাণে কাজ করে যাবে নবগঠিত কমিটি। নেতৃবৃন্দ জাগপা প্রতিষ্ঠাতা মরহুম জননেতা শফিউল আলম প্রধানের স্মৃতিকে ধারণ করে সম্মিলিতভাবে আগামী নতুন বাংলাদেশ গড়তে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।