
সিলেট জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মো. আব্দুর রফিক বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও সুযোগসুবিধা নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সমাজের প্রতিটি মানুষের মানবিক দায়িত্ব। দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সক্ষম জনগোষ্ঠীর পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের যুক্ত করতে হবে। তাদের প্রতিভা ও দক্ষতাকে কাজে লাগাতে পারলে দেশ আরও সমৃদ্ধ হবে।
তিনি বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষা সহায়তা, ভাতা প্রদান, চিকিৎসা ও পুনর্বাসন সেবা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে তাদের মূলধারায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, হেলপলাইন, বিশেষায়িত শিক্ষাকেন্দ্রসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই কার্যক্রমগুলো তৃণমূল পর্যন্ত পৌঁছাতে হলে পরিবার, সমাজ ও বেসরকারি সংগঠনগুলোর আরও সমন্বিত ভূমিকা প্রয়োজন।
তিনি আরও বলেন, প্রতিবন্ধী শিশুরা সুযোগ পেলে অন্য সবার মতোই সমাজে অবদান রাখতে পারে। অনেকে সঙ্গীত, চিত্রকলা, খেলাধুলা, প্রযুক্তি জ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ প্রতিভা দেখিয়ে থাকে। তাই তাদের প্রতিভা বিকাশে উপযুক্ত পরিবেশ, প্রশিক্ষণ ও উৎসাহ প্রদান করতে হবে।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় আশার আলো প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে নগরীর আখালিয়াঘাট হাফিজ মঞ্জিলস্থ সংস্থার অস্থায়ী কার্যালয়ে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও প্রতিবন্ধী শিশুদের উপস্থাপনায় আনন্দময় পরিবেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আশার আলো প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সংস্থার সদস্য ইকবাল মাহমুদ এবং শিক্ষিকা ফারিহা আরফান হৃদি এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাপাং, আশার আলো প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা সেলিম আহমদ, উপদেষ্টা এডভোকেট আজমল, এডভোকেট আব্দুস সোবহান, দাতা সদস্য নুরুল আহমদ, আখালিয়া পঞ্চায়েত কমিটির সদস্য কুতুব উদ্দিন, সংস্থার পরিচালক রোকিয়া পারভীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি উসমান হারুন পনির, শিক্ষা সম্পাদক সৌরভ কাইয়ুম, প্রচার সম্পাদক জাবেদ হোসেন, যুব সমাজের সহ সাধারণ সম্পাদক মঞ্জুর, আব্দুল্লাহ আল রিপন প্রমুখ।