1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন

সংবিধান সংরক্ষণ দিবসে সিলেট জেলা জাতীয় পার্টির আলোচনা সভা

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে
সংবিধান সংরক্ষণ দিবসে সিলেট জেলা জাতীয় পার্টির আলোচনা সভা

৬ই ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে সিলেট জেলা জাতীয় পার্টির উদ্যোগে এক আলোচনা সভা শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর শাহজালাল উপশহরে অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক, জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাব্বির আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব আলতাফুর রহমান আলতাফ এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মো. নাজমুল ইসলাম, আতিকুর রহমান আতিক, হুসেন আহমদ, জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক হাসান আহমদ, গুলজার হুসেন, আব্দুল মালিক, এনামুল কবির, শাহ সুমন আহমদ, সোহেল ইসলাম, রমজান আলী, আব্দুল্লাহ, মুহিতুর রহমান মুহিত, মামুন আহমদ, দেলওয়ার আহমদ, জুয়েল আহমদ, শিপন আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ দেশের মানুষের প্রতি আস্থা রেখে এবং গণতন্ত্রের প্রতি গভীর শ্রদ্ধা দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেন। দেশের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের স্বার্থে তিনি যে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন, তা ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত।

বক্তারা আরো বলেন, দেশের গণতান্ত্রিক ধারাকে রক্ষা করতে এবং বিশৃঙ্খলা এড়াতে এরশাদ নিজের অবস্থান থেকে সরে দাঁড়ালেও পরবর্তী সময়ে কোনো সরকারই তাকে সহযোগিতা করেনি। বরং তাঁর এবং তাঁর দলের প্রতি অত্যাচার-নিপীড়ন, মামলা-হামলা ও রাজনৈতিক হয়রানি চালানো হয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, জাতীয় পার্টি রাষ্ট্রের সংবিধান, সার্বভৌমত্ব ও আইনের শাসন রক্ষা করতে সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে জাতীয় পার্টি দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। বক্তারা দাবি করেন, জাতীয় পার্টিই দেশের প্রকৃত উন্নয়ন, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক চর্চার ধারাকে এগিয়ে নিয়েছিল। এরশাদ সরকারের সময় দেশব্যাপী ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়, যা আজও মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট