
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিমের পবিত্র উমরাহ পালন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সিলেট নগরীর চৌহাট্টাস্থ জিবিসি আইটির সেমিনার হলে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে.এম. মিনহাজ উদ্দিন এর সভাপতিত্বে ও মাওলান জাহাঙ্গীর আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলার সভাপতি হাফিজ মাওলানা নওফল আহমদ, সিলেট বিভাগের কোষাধ্যক্ষ মাওলানা ইদ্রিস আহমদ জাকারিয়া, সিলেট জেলার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আবিদ হাসান, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো. জিবাল আহমদ, জিবিসি আইটির চেয়ারম্যান ঋতু রঞ্জন দেব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা নজমুল হক নসিব, হাফিজ সমছু মিয়া, খন্দকার আব্দুল আহাদ, মাওলানা ওলীউর রহমান, মাওলানা আব্দুস সাত্তার প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ক্বারী আব্দুল হাকিম ও বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো. জিবাল আহমদকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।