1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচন ৮ জানুয়ারি, তফসিল ঘোষণা

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে
সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচন ৮ জানুয়ারি, তফসিল ঘোষণা

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৬ ইং সনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ২টায় নগরীর মেন্দিবাগস্থ সমিতির বার হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী সদরুল হাসান চৌধুরী এ তফসিল ঘোষণা করেন। এসময় সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. সাইদুর রহমান ও আয়কর আইনজীবী মুখলেছুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সভাপতি সিরাজুল হুসেন আহমদ আলমগীর, সাবেক সভাপতি আবু মোহাম্মদ আসাদ এডভোকেট, মো. সোলেমান হোসেন খাঁন, মো. শফিকুর রহমান, এম ই এম ইকবালুর রহমান এডভোকেট, মৃত্যুঞ্জয় ধর ভোলা এডভোকেট, মো. আবুল ফজল এডভোকেট, সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান শিপু এডভোকেট। এছাড়াও তফসিল ঘোষণা অনুষ্ঠানে সিনিয়র ও জুনিয়র আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।

তফসিল অনুযায়ী ১১ ডিসেম্বর মনোনয়ন ফরম বিতরণ শুরু, ১৮ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ২৩ ডিসেম্বর বৈধ প্রার্থীর তালিকার অসম্মতিতে সংক্ষুব্ধ প্রার্থীর আপিল দাখিল, ২৪ ডিসেম্বর আপীল নিষ্পত্তি, ২৮ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার, ৩০ ডিসেম্বর চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং ৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী সদরুল হাসান চৌধুরী নির্বাচন পরিচালনায় সমিতির সদস্য সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট