1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

মানবাধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত সচেতনতা জরুরি : অধ্যক্ষ প্রফেসর ফরিদ আহমেদ

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
মানবাধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত সচেতনতা জরুরি : অধ্যক্ষ প্রফেসর ফরিদ আহমেদ

সিলেট সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফরিদ আহমেদ বলেছেন, মানবাধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত সচেতনতা জরুরি। মানবাধিকার রক্ষা শুধু কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্র সর্বক্ষেত্রেই মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হলে তবেই প্রকৃত মানবাধিকার নিশ্চিত করা সম্ভব।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে মানবাধিকার লঙ্ঘন বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ ইস্যু। শিশুদের মধ্যে মানবাধিকার চেতনা জাগ্রত করতে বিদ্যালয় পর্যায় থেকেই বিভিন্ন প্রতিযোগিতা, কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে হবে। নতুন প্রজন্ম মানবিক শিক্ষায় শিক্ষিত হলে ভবিষ্যৎ সমাজ আরও সুন্দর ও সুশৃঙ্খল হবে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বিএমবিএফ সিলেট বিভাগের সভাপতি, উগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান এর সভাপতিত্বে এবং বিএমবিএফ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার ও সিলেট জেলার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফুলকলি ফুড প্রোডাক্টস লিঃ এর ডিজিএম ও বিএমবিএফ সিলেট বিভাগের উপদেষ্টা জসিম উদ্দিন খন্দকার, বিএমবিএফ সিলেট মহানগরের সভাপতি আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সিলেট জেলার সভাপতি আশরাফুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে শুরুত্বে স্বাগত বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট বিভাগের সহ সভাপতি ও চিত্রাংকন কমিটির পরীক্ষা নিয়স্ত্রক সাংবাদিক এম এ মতিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক সামাদ আজাদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট মহানগরের উপদেষ্টা মীর্জা রেজওয়ান বেগ, সিলেট বিভাগের সহ সভাপতি শ্যামল চৌধুরী, যুগ্ম সম্পাদক খালেদ মিয়া, সিলেট মহানগরের সহ সভাপতি মুছলেহ উদ্দিন, কোষাধ্যক্ষ ইব্রাহীম আলী, প্রচার সম্পাদক মো. ইউসূফ সেলু, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, সিলেট বিভাগের মহিলা সম্পাদিকা শিরিন চৌধুরী, জেলার মহিলা সম্পাদিকা হেপী জান্নাত, জগন্নাথপুর উপজেলা সভাপতি মীর্জা আবুল কাসেম স্বপন, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান তালুকদার, মহানগরের অর্থ সম্পাদক সাহেক আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা সম্পাদক ফাহিমা আক্তার, ছাতক উপজেলা দপ্তর সম্পাদক আবু বকর, জুনায়েদ আহমদ সুলতান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট