
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-১ আম্বরখানা অফিসের লাইনম্যান-বি জগদীশ কুমার দাস এর অবসর জনিত বিদায় উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৮৮৬ সিলেট সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-১ আম্বরখানায় তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৮৮৬ সিলেট সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি, কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হাজী মো. সোরমান আলী, সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৮৮৬ সিলেট সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি শ্যামল চন্দ্র মালাকার, জগদীশ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাচ্চু, সহ সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, আব্দুল বাতেন মুন্না, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত, মো. আব্দুল কাইয়ুম, প্রচার সম্পাদক সুমন দাস, দপ্তর সম্পাদক আবুল হাসনাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল গনি মুন্না, যুব বিষয়ক সম্পাদক মো. জুবেল আহম্মেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিমল চন্দ মালাকার, আনাস আহমদ চৌধুরী, জামাল আহমদ, রোশন আলী রাকু আহমেদ, রাসেল মিয়া, সুহেল আহমদ, সপন কুমার সাহা, ছুফি আলম, তুহিন আহমদ, অপু চৌধুরী, আব্দুর রহমান, ফারুক আহমদ, আব্দুল জব্বার, আলাউদ্দিন, সুকন চন্দ মালাকার, সামছুল ইসলাম সানু প্রমুখ। অনুষ্ঠানে জগদীশ কুমার দাসকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
সংবর্ধনা প্রদানকালে বক্তারা বলেন, জগদীশ কুমার দাস তার দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতার সঙ্গে কর্মসম্পাদন করেছেন। তার কর্মদক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানের সেবার মান উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অবসরের পরেও কর্মক্ষেত্রে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও ভবিষ্যৎ জীবনের সুখ-সমৃদ্ধি কামনা করেন।